রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষার বক্তব্য সংবলিত একটি ফেসবুক পোস্টে ‘খাট' শব্দ ব্যবহার করে মন্তব্য করেন। নারী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাবি প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের কাছে লিখিত অভিযোগ জমা দেন রাকসুর নেতৃবৃন্দ।
লিখিত অভিযোগে বলা হয়, এ ধরনের আচরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি, যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা, সাইবার আচরণবিধি এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। এটি শুধু একজন নারী শিক্ষার্থীর ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ণ করে না, বরং ক্যাম্পাস ও অনলাইন পরিসরে নারী শিক্ষার্থীদের জন্য ভীতিকর ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, এ ঘটনার ফলে সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীর মানসিক ক্ষতি সাধিত হওয়ার পাশাপাশি অন্যান্য নারী শিক্ষার্থীদের মধ্যেও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে এ ধরনের আচরণ আরও উৎসাহিত হতে পারে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শৃঙ্খলা, নৈতিক পরিবেশ ও সুনাম ক্ষুণ্ণ করার আশঙ্কা তৈরি করে।
এ বিষয়ে রাকসুর নারী বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা বলেন,
“একজন নারী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি স্পষ্টতই সাইবার বুলিং। আমরা বিষয়টিকে সাধারণ কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ দিচ্ছি না।”
তিনি আরও বলেন, “নারী শিক্ষার্থীদের অপমানকে ‘সাধারণ বিষয়’ বানানোর চেষ্টা বরদাশত করা হবে না। ক্যাম্পাস ও অনলাইন, কোথাও নারীদের অপমান মেনে নেওয়া হবে না। আমরা বিশ্বাস করি, এ ঘটনার সুষ্ঠু বিচার খুব শিগগিরই দৃষ্টিগোচর হবে।”
প্রসঙ্গত, শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার নামক একটি গ্রুপে জাহিন বিশ্বাস এষার বক্তব্য সম্মিলিত ফটোকার্ডে এ মন্তব্য করেছিলেন ইয়াসিন আরাফাত।
ভিকটিম জাহিন বিশ্বাস এষা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক।