নিউজ ডেস্ক :
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের মধ্যে ১৫৮ জন সনদ জমা দিয়েছেন। যাচাই-বাচাই করে প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ৭৭ জনকে নির্বাচিত করার সুপারিশ করতে যাচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এই ৭৭ জনই সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেতে যাচ্ছেন। সনদ জমা না দেওয়া ৩৫ জনসহ মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ভর্তি বাতিল হতে পারে বলে জানা গেছে।
আজ রবিাবার (২ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফায় মুক্তিযোদ্ধার সন্তানদের সনদ যাচাই শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
‘সনদ যাচাইকালে ৭৪ জন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান। আরও ৩ জন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে। তবে তাদের সনদ পুনরায় যাচাই করা হচ্ছে। সব মিলিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৭৭ জন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানের তথ্য পাওয়া গেছে। তারা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেতে পারেন।’—কর্মকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ‘মেডিকেলে বিভিন্ন কোটায় উত্তীর্ণদের সনদ যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে। আমরা বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করেছি। প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোটায় পাসকৃতদের ভর্তি প্রক্রিয়া স্থগিতই থাকবে। তাদের বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’
Leave a Reply