স্টাফ রিপোর্টার : এম এ মতিন
উত্তরের তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে মিঠাপুকুর উপজেলার বালারহাট বাজারে কাঁচা সবজি বিক্রিতে দেখা দিয়েছে চরম সংকট। বাজারে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় বিক্রেতারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
শীত মৌসুমে এমনিতেই সবজির দাম কম থাকে, কিন্তু বর্তমানে কুয়াশার কারণে বাজারে ক্রেতার সংখ্যা কমে গেছে। ফলে বিক্রি করতে না পেরে লোকসানে পড়ছেন কৃষক ও ব্যবসায়ীরা।
একজন সবজি বিক্রেতা ও কৃষক বলেন, “সাপ্তাহিক হাটবার শনিবার হলেও তীব্র কুয়াশার কারণে বেচাকেনা একেবারে কমে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের পথে বসতে হবে।”
বালারহাট বাজার কমিটির এক সদস্য জানান, “উত্তরের কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে বাজারে মানুষের উপস্থিতি কমছে। এতে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে।”
স্থানীয় কৃষকরা জানান, শীতের কারণে জমির ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হয়, তাহলে কৃষক ও ব্যবসায়ীদের আরও বড় ক্ষতির মুখে পড়তে হবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে কৃষকরা চান, তাদের এই দুর্ভোগ লাঘবে সরকার কিছু সহায়তা দিক, যাতে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমানো যায়।
Leave a Reply