
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের নেটওয়ার্ক অচলাবস্থা, খাবারের মান ও অন্যান্য সামগ্রিক সমস্যা সমাধানে প্রভোস্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
আজ সকাল ১১টায় হল অফিসে প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানের সঙ্গে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মতবিনিময় শেষে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়—
১. খাবারের নতুন মেনু কাঠামো তৈরি ও মানোন্নয়ন।
২. সাবমার্সিবল পাম্পের পানি তিন বার থেকে ছয় বার সরবরাহের সিদ্ধান্ত।
৩. হলের ছাদে গোসলের জন্য আলাদা ট্যাপ ও কাপড় শুকানোর রশি টানানো।
৪. নির্বিঘ্ন ওয়াইফাই নিশ্চিত করতে শিক্ষার্থীদের মধ্য থেকে ইলেকট্রিশিয়ান নিয়োগ।
৫. টিভি রুমে উচ্চ শব্দ নিষিদ্ধ এবং রাত ১০টার মধ্যে সব ধরনের খেলাধুলা বন্ধ।
৬. জানুয়ারির মাঝামাঝি হলের প্রবীণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন।
হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, “শিক্ষার্থীরাই হলের হোস্ট ও ওনার। তাদের জন্যই এই হল নির্মাণ করা হয়েছে। তাই তাদের যেকোনো সমস্যার সমাধানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
Leave a Reply