1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নারী নেতৃত্বে স্টেম শিক্ষার অগ্রযাত্রা: শেষ হলো ‘বিএসসিএফ স্টেম লিডার্স প্রোগ্রাম ২০২৫’ জবির ভর্তি পরীক্ষা হবে চার শহরে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল রবিবার সকালে, দেখবেন যেভাবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর মামলার এজাহার ৯ ছাত্র যৌন নিপীড়নের শিকার ঢাবির সেই অধ্যাপকের ইবিতে লালন শাহ হল প্রভোস্টের সঙ্গে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ জাবিতে ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর; বাড়ানো হয়েছে আবেদন ফি, আসন সংখ্যায়ও পরিবর্তন রাবি হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরামের নেতৃত্বে সুজন-মিনহাজুর মাধ্যমিকের তিন শ্রেণির বই ছাপার চুক্তিই হয়নি, জানুয়ারিতে নতুন বই পওয়া নিয়ে শঙ্কা

জাবিতে ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর; বাড়ানো হয়েছে আবেদন ফি, আসন সংখ্যায়ও পরিবর্তন

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৬ বার পাঠ করা হয়েছে

মো: নিশান খান, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন এসেছে – বৃদ্ধি পেয়েছে আসন সংখ্যা, বাড়ানো হয়েছে আবেদন ফি।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, আগামী ২৩ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। এই বছর সকল ইউনিটের আবেদন ফি ১০০ টাকা করে বাড়ানো হয়েছে।
A, B, C ইউনিট: ১,০০০ টাকা
C1, D, E ইউনিট ও IBA-JU: ৭০০ টাকা

এছাড়াও গত শিক্ষাবর্ষের ১,৮১৬ আসনের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ২৬টি আসন। এর মধ্যে – আইন বিভাগে ১৬টি এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ১০টি আসন বৃদ্ধি করা হয়েছে। ফলে এবার মোট ১,৮৪২ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

ইউনিটভিত্তিক বিস্তারিত আসন সংখ্যা-
A’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি, আইআইটি): মোট আসন: ৪২৬। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-গণিত বিভাগে ২৮ জন ছাত্র এবং ২৮ জন ছাত্রী মোট আসন সংখ্যা ৫৬ জন। পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে মোট ৫৬ জন। রসায়ন বিভাগে ৭০ জন।পদার্থবিজ্ঞান বিভাগে ৬৪ জন। ভূতাত্তিক বিজ্ঞান বিভাগে ৪০ জন। সিএসই বিভাগে ৫০ জন। পরিবেশ বিজ্ঞান বিভাগে ৪০ জন এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি (আইআইটি) মোট আসন সংখ্যা ৫০। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।

 

‘B’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ): মোট আসন: ৩২৬। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-অর্থনীতি বিভাগে ৭০ জন। ভূগোল ও পরিবেশ বিভাগে ৬০ জন। সরকার ও রাজনীতি বিভাগে ৬৬ জন। নৃবিজ্ঞান বিভাগে ৪০ জন। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৪০ জন এবং লোক প্রশাসন বিভাগে মোট আসন সংখ্যা ৫০ জন। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।

‘C’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট): মোট আসন: ৪৬৬ টি। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-বাংলা বিভাগের জন্য বরাদ্দকৃত মোট সংখ্যা ৬০ জন। ইংরেজি বিভাগ মোট ৬০ জন। ইতিহাস বিভাগ ৬০ জন। দর্শন বিভাগে ৫০ জন। প্রত্নতত্ত্ব বিভাগে ৩৮ জন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৬০ জন। জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ৩২ জন। আইন ও বিচার বিভাগে গত বছরের থেকে ১৬ টি আসন বাড়ানো হয়েছে বর্তমান মোট আসন সংখ্যা ৬৬ জন এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে একইভাবে ১০ টি আসন বাড়িয়ে ৪০ জন করা হয়েছে। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।

‘C1’ ইউনিট (কলা ও মানবিকীঅনুষদ):মোট আসন সংখ্যা ৬৪। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-নাটক ও নাট্যতত্ত বিভাগে ২৮ জন। চারুকলা বিভাগে ৩৬ জন।

‘D’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): মোট আসন: ৩১০।অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-উদ্ভিদবিজ্ঞান বিভাগে ৬০ জন। প্রাণিবিদ্যা বিভাগে ৫০ জন। ফার্মেসী বিভাগে ৫০ জন। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে ৫০ জন। মাইক্রোবায়োলজি বিভাগে ৩৬ জন।বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৪ জন এবং পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগে ৪০ জন। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।

‘E’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): মোট আসন: ২০০। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে। ৫০মার্কেটিং বিভাগে ৫০ জন।একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ৫০ জন এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৫০ জন। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।

‘আইবিএ-জেইউ’ (IBA-JU) ইন্সটিটিউট: মোট আসন সংখ্যা ৫০। এই অনুষদের অন্তর্ভুক্ত ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের মোট আসন ৫০ টি। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।

গত বছরের মতো এবারও ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি, প্রতিটি ইউনিটের বিস্তারিত সিলেবাস ও প্রবেশপত্র ডাউনলোডের সময় পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি