
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মানবতা ও ইসলাম’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশন (আইএডি)-এর যৌথ আয়োজনে রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদের ৪০১ নম্বর কক্ষে সেমিনারটি শুরু হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইরানের আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম শাহাবুদ্দিন মাশায়েখি রাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে আইএডি পরিচালক প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি স্বাগত বক্তব্য প্রদান করেন। সঞ্চালনা করেন মুহাম্মদ মাসউদ আল মাহদী।
ভাইস চ্যান্সেলর তার বক্তব্যে বলেন, ইসলাম মানবতার ধর্ম এবং সব শ্রেণি–বর্ণের মানুষের প্রতি সহানুভূতি, ন্যায় ও সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) উদাহরণ দিয়ে দেখিয়েছেন, মানবসেবাই হলো প্রকৃত এবাদত। তিনি আরও বলেন, বিশ্বে শান্তি ও নৈতিক শক্তি প্রতিষ্ঠায় ইসলামের এই মূল্যবোধগুলো মেনে চলা জরুরি।
সেমিনারে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply