
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রয়াত শিক্ষার্থী দেবতোষ সরকার দীব্যর স্মরণে ‘দিব্য শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু করেছে বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (৯ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজকল্যাণ বিভাগের প্রভাষক হাবিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন তিনি নিজেই। অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা এবং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রভাষক হাবিবুর রহমান বলেন, “যদিও আমি দিব্যকে খুব বেশি দিন দেখিনি, তবে তোমাদের সোশ্যাল মিডিয়ার মন্তব্যগুলো পড়ে আমি আপ্লুত হয়েছি। দিব্য এত দ্রুত আমাদের ছেড়ে চলে যাবে—এটা অত্যন্ত দুঃখজনক। সে আমাদের স্মৃতিতে আছে, আর আমাদের সবার উচিত ভালো কাজের মাধ্যমে মানুষের মনে বেঁচে থাকা।”
উল্লেখ্য, গত ১ অক্টোবর সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হন দিব্য। এতে তার একটি পা ভেঙে যায় এবং তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দফা অস্ত্রোপচারের পর দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ৩০ অক্টোবর সকাল সাড়ে ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Leave a Reply