1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
নারী নেতৃত্বে স্টেম শিক্ষার অগ্রযাত্রা: শেষ হলো ‘বিএসসিএফ স্টেম লিডার্স প্রোগ্রাম ২০২৫’ জবির ভর্তি পরীক্ষা হবে চার শহরে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল রবিবার সকালে, দেখবেন যেভাবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর মামলার এজাহার ৯ ছাত্র যৌন নিপীড়নের শিকার ঢাবির সেই অধ্যাপকের ইবিতে লালন শাহ হল প্রভোস্টের সঙ্গে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ জাবিতে ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর; বাড়ানো হয়েছে আবেদন ফি, আসন সংখ্যায়ও পরিবর্তন রাবি হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরামের নেতৃত্বে সুজন-মিনহাজুর মাধ্যমিকের তিন শ্রেণির বই ছাপার চুক্তিই হয়নি, জানুয়ারিতে নতুন বই পওয়া নিয়ে শঙ্কা

পঞ্চগড়ে চোর সন্দেহে যুবদল নেতাকে ধাওয়া, গণ পিটুনিতে ভেঙ্গে গেল পা

  • প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২২ বার পাঠ করা হয়েছে

 

ফজলে রাব্বী, পঞ্চগড়।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় হামিদুল ইসলাম (৩৫) নামে এক যুবদল নেতাকে চোর সন্দেহে পিটিয়ে তার বাম ভেঙে পা দিয়েছে স্থানীয়রা। শুক্রবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শনিবার সকালে পুলিশ তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দুপুরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
হামিদুল বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের নতুনহাট দক্ষিণ শালশিরি এলাকার বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা এবং কামারহাট বণিক সমিতির সাধারণ সম্পাদকের দ্বায়িত্বে রয়েছেন। স্থানীয়রা বলছেন তিনি ৮ নম্বর ওয়ার্ড কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন। তবে দলের দায়িত্বশীলরা দাবি করেছেন তিনি কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আড়াইটার দিকে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া এলাকার ভবেশ চন্দ্র রায়ের বাড়ির একটি ঘরের তালা ভেঙে প্রবেশ করেন হামিদুল। শব্দ পেয়ে বাড়ির লোকজন তাকে ধরার চেষ্টা করলে তিনি পালিয়ে যাওয়ার সময় বাড়ির পাশের একটি খালে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেয়। সকালে পুলিশ তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় ভবেশ চন্দ্র রায় বলেন, আমি থানায় মামলা করতে গিয়েছিলাম। পুলিশ আমার কাছে সমঝোতার জন্য সাক্ষর করে নিয়েছে। তারা বলেছে যে, সে যেহেতু অসুস্থ চাইলে পরেও মামলা করা যাবে। তাই আমি সাক্ষর করে চলে এসেছি। চুরি করার ইচ্ছে না থাকলে অন্য একটি এলাকার মানুষ এতো রাতে তালা ভেঙে আমার ঘরে ঢুকবে কেন?।
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুুন কবির বলেন, ওই যুবকের বাম পায়ের একাধিক স্থানে ভেঙে গেছে। তার ডান হাতও আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেছি।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, চোর সন্দেহে ওই যুবককে স্থানীয়রা অনেক মারধর করেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠিয়েছেন চিকিৎসকেরা। বাদী এ ঘটনায় অভিযোগ করবেন না বলে লিখিত দিয়েছেন।
বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মানিক বলেন, ওই যুবক ওয়ার্ড কমিটির সদস্য। কোন গুরুত্বপূর্ণ পদে নেই। আমি শুনেছি তিনি একটি বিয়ে বাড়ি থেকে রাতে ফিরে। ফেরার পর সে ওই এলাকার এক নারীর সাথে দেখা করতে যায়। সেখানেই স্থানীয়রা চোর সন্দেহে তাকে মারপিট করেছে। শুনেছি তার পা নাকি ভেঙ্গে গেছে।
তবে এবিষয়ে জানতে হামিদুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামিদুলকে ভর্তি করানোর সময় ব্যবহৃত নম্বরে কল করলে তার বোন জামাই সফিয়ার রহমান রিসিভ করেন। তিনি বলেন, অসুস্থতার ঘটনা শুনে আমি হাসপাতালে ছুটে গেছি। তবে কি কারণে মারধর করা হয়েছে জানিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি