মোছাঃ জান্নাতুল ফেরদৌস
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
‘ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা’—এই মূলমন্ত্র নিয়ে ২০১৫ সালে যাত্রা শুরু করা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক দশক পূর্তি উপলক্ষে ১২ মে (সোমবার) দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে পায়রা অবমুক্তকরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নতুন প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে নজরুল ভাস্কর্য ঘুরে সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এক আনন্দঘন র্যালি। পরে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রথমবারের মতো সাংবাদিক সমিতির উদ্যোগে বাংলা বছরের বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির চতুর্থ তলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও চেঞ্জ ইনিশিয়েটিভের চিফ এক্সিকিউটিভ এম. জাকির হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “সাংবাদিকতা একটি স্বাধীন, মহৎ ও সত্যনিষ্ঠ পেশা। এই পেশায় দায়িত্বশীলতার পাশাপাশি অর্থনৈতিক সাবলম্বিতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। আমি মনে করি, আমাদের সাংবাদিক ভাই-বোনেরা নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন এবং ভবিষ্যতেও তারা দেশের জন্য গঠনমূলক ভূমিকা রাখবেন।”
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফাউন্ডার ও ভাইস-প্রেসিডেন্ট ডা. মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ত্রিশাল শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মো. আনোয়ার হোসাইন ফুয়াদ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি মো. কামরুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোছাঃ জান্নাতী বেগম। অতিথিদের উত্তরীয় পরিয়ে ও সম্মাননা স্মারক প্রদান করে শুভেচ্ছা জানান সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এক দশক পূর্তির দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply