স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে বাসা ভাড়া দেয়াকে কেন্দ্র করে বাড়ীর মালিকের লোকজনের হামলায় এক স্কুল শিক্ষার্থীসহ ২ জন আহত হয়েছে।
রবিবার (১১ মে) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের কমিশনার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কমিশনার রোডের ভাডাটিয়া মো: শাহিন শেখের ছেলে নতুন স্কুলের দশম শ্রেণীর ছাত্র সেক রাব্বি ইসলাম (১৭) ও তার দাদা ইদ্রিস আলী শেখ (৬৫)।
আহত শেখ রাব্বি ইসলামের মা পারুল বেগম জানান, চার মাস আগে ফেব্রুয়ারি মাসে সাড়ে ৪ হাজার টাকায় শহরের কমিশনার রোডের কেয়া বেগমের বাসা ভাড়া নেন তিনি। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসের বাসা ভাড়া দেন পারুল বেগম। তবে মে মাসের ভাড়া রোববার ১১ তারিখের মধ্যে না দেয়ায় পারুল বেগমের সাথে বাসা মালিক কেয়া বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এসময় রাব্বি তার দাদাকে ডাকতে যায়। পরে কেয়া বেগম ফোন করে লোকজন ডেকে এনে রাব্বির উপর হামলা করে। এসময় রাব্বির দাদা ইদ্রিস আলী শেখ ঠেকাতে গেলে তাকেও বেদম মারধর করা হয়। এতে রাব্বি ও দাদা ইদ্রিস আলী শেখ আহত হন। পরে তাদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত বাড়ীর মালিক কেয়া বেগমের বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক আবতাফ জিলানী বলেন, রাব্বির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, এ বিষয়ে এখন পযর্ন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply