
মো: নিশান খান, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে যানজট ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে পুলিশ। এ ছাড়া যাতায়াত নির্বিঘ্ন করতে প্রতি ঘন্টায় ঢাকার আসাদগেট থেকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট পর্যন্ত বাস সার্ভিস চালু করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) পরিবহন অফিস থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকদের ক্যাম্পাসে বাতায়াতের সুবিধার্থে আসাদগেট থেকে দ্বিতল বাসের ব্যবস্থা করা হয়েছে।
আসাদগেট থেকে সকাল ৭:০০ ঘটিকায়, সকাল ৯:০০ ঘটিকায় এবং বেলা ১১:০০ ঘটিকায় একটি করে দ্বিতল বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একইভাবে ক্যাম্পাস থেকে বেলা ১১:৪৫ ঘটিকায়, বিকেল ৩:১৫ ঘটিকার এবং সন্ধ্যা ৬:০০ ঘটিকার একটি করে দ্বিতল বাস আসাদগেটে ফিরে যাবে। উল্লেখ্য যে, উক্ত বাসে যাতায়াতকারীদের জনপ্রতি ৫০/- টাকা করে ভাড়া প্রদান করতে হবে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
উল্লেখ্য, আগামীকাল রবিবার (২১ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তিযুদ্ধে নামছেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় সাতটি ইউনিটের ১ হাজার ৮৪২ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ লাখ ১৯ হাজার ৩৯৯ টি। এবার প্রতি আসনের জন্য লড়বেন ১১৯ জন শিক্ষার্থী।
Leave a Reply