
মোঃ সাজেদুর রহমান বিশেষ প্রতিনিধি মিঠাপুকুর
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় মিঠাপুকুর মডেল মসজিদ প্রাঙ্গন থেকে জাগীরহাট দিয়ে শঠিবাড়ি হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
ইসলামী ছাত্রশিবির মিঠাপুকুর থানা শাখার সভাপতি মোস্তাফিজার রহমান মাসুমের সভাপতিত্বে দেলোয়ার হোসেন পাপুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের হামিদুল ইসলাম, সেক্রেটারি,রংপুর জেলা শাখা বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জয়নাল আবেদীন মাস্টার, সাবেক উপজেলা আমির মিঠাপুকুর উপজেলা শাখা ও ৬ নং কাফ্রিখাল ইউনিয়নের চেয়ারম্যান। হাফেজ গোলাম রব্বানী, সভাপতি,যুব বিভাগ মিঠাপুকুর উপজেলা।নুরুল হুদা আশরাফী সভাপতি, যুব বিভাগ, ১৪নং দুর্গাপুর ইউনিয়ন, সাজেদুর রহমান সবুজ, কোষাধ্যক্ষ, ১৪নং দুর্গাপুর ইউনিয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক সেক্রেটারি রংপুর জেলা শাখা ও আসাদুজ্জামান শিমুল আমির মিঠাপুকুর উপজেলা শাখা সহ নেতৃবৃন্দ।
বক্তারা বক্তাগণ বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ নতুন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছে। ইসলামী ছাত্রশিবির প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবসকে কেন্দ্র করে কর্মসূচি পালন করছে। তরুণ যুব সমাজকে স্বাস্থ্য সচেতন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে, সাইকেল র্যালি,ও আলোচনা সভার মতো ছাত্রবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা একটি ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে চাই।
বক্তারা আরও বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী জাতিতে বিভেদ সৃষ্টি করতে চাইছে। অতীতের কিছু রাজনৈতিক ন্যারেটিভ ফিরিয়ে আনছে, যা তরুণ সমাজ প্রত্যাখ্যান করেছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বাকস্বাধীনতা হরণ করে বাকশাল প্রতিষ্ঠা এবং এর ফলে দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। ইসলামী ছাত্রশিবির সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।
তারা আরও বলেন, সবশেষ ২০২৪ এর জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। তাদের বিচারে দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি এখনও। শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি।
জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা। র্যালিটি মিঠাপুকুর উপজেলা চত্তর থেকে থানার সামনে গড়ের মাথা দিয়ে জায়গীর হয়ে শঠিবাড়ি দিয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা মডেল মসজিদ চত্তরে গিয়ে শেষ হয়।
Leave a Reply