
রংপুর প্রতিনিধি :
শুক্রবার জবাইখানা বস্তিতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুর ৩ ঘটিকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় ১৫০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
শীতের তীব্রতা বাড়তে থাকায় বস্তির নিম্নআয়ের পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছিলেন। এই পরিস্থিতিতে মানবিক সহযোগিতা হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দেয়। নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান বুলেট জানান, রক্তদানের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য এবং আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
নির্বাহী পরিচালক আজাদুল ইসলাম রাজা বলেন,শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে আজ আমরা স্বেচ্ছাসেবীরা জবাইখানা বস্তিতে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করতে এসেছি।
উপদেষ্টা মোঃ মিজানুর রহমান বলেন,শীতের প্রকোপে কাঁপতে থাকা হাসিমুখ গুলোতে একটু উষ্ণতার ছোঁয়া দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ।
এই উদ্যোগে যাঁরা নীরবভাবে শ্রম, সময় ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
মানবিকতার এই যাত্রা চলুক আরও বিস্তৃতভাবে।
মানুষ মানুষের জন্য—একটু সহানুভূতি, একটু সহযোগিতা বদলে দিতে পারে অনেক কিছু।
কম্বল গ্রহণকারী উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন।
নির্বাহী পরিচালক আসাদুজ্জামান রংপুরী বলেন,মানবিকতার ধারাবাহিকতায় সংগঠনটি শীতকালজুড়ে রংপুরের বিভিন্ন স্থানে আরও সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা হাতে নিয়েছে।
Leave a Reply